যেভাবে শব্দের জন্ম

শব্দটি ইংরেজি মেলাঙ্কলিয়ার বাংলা খুঁজতে গিয়ে বিষণ্ণিনাকে পেয়ে যাওয়া।

বিষণ্ণিনা, নৈশব্দের ডাকে  কি ঘুম দেশে গেলে/ কি পেয়েছ তুমি একা / উচাটন গান / চাঁদ হলুদ ঝাপসা মেঘে /ঢেকে গেল আসমান,ভাঙা শিরিষ কাঠের ভায়োলিন / বুকে চেপে বেত ফলের চোখে বেহালবাদক বসে আছে। ন্যাপকিনে জ্যোৎস্না মুছে/ ফেল্টের মত গাছের সবুজে, শিশিরের মত বিষণ্ণিনা/ঘুম ভেঙে ফের ঘুম যায়। 

প্লিওসিন ও গ্লসিয়ারের কবিতায় প্রতিমন্তব্য করতে গিয়ে বিষণ্ণিনা কবিতার উৎপত্তি। পরবর্তীতে এ শব্দটি ব্যবহার করেছেন কবি ফাহাদ চৌধুরী এবং অনেকে। বিষণ্ণিনার পংক্তিটি যখন ভূমিষ্ঠ হয় যুগপৎ তার একটি আবৃত্তি অনলাইনে প্রকাশিত হয় লিখিয়ের স্বকণ্ঠে।

No comments:

Post a Comment